অষ্টম শ্রেণি পাসেই নিয়োগ দেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শ্রমিক পদে ৫২ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
শ্রমিক পদে মোট ৫২ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী অভিজ্ঞতাধারী প্রার্থীরা অগ্রাধীকার পাবেন। ৩০ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ৮৩০০-১৯১৪০টাকা দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা চার কপি রঙিন ছবিসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত পূর্বক প্রগতি ইন্ডাস্ট্রিজের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.pragotiindustries.gov.bd) এই ঠিকানায়। ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফরম পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
ঠিকানা : প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিলনে হাউজ, (২য় তলা), ১১-আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৪ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : দৈনিক যুগান্তর, ১৯ জানুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে