সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডে তিনটি শূন্য পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
পদসংখ্যা
তিনটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক বছর কাজের অভিজ্ঞতার প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা,
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বেতন ৯,৩০০-২২৪৯০ টাকা এবং
অফিস সহায়ক পদের জন্য বেতন ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://moca.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ৯ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে