২৮০ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দুটি পদে সর্বমোট ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান।
পদ সংখ্যা
সার্ভেয়ার পদে ১৪৫ জন এবং
ইলেকট্রিশিয়ান পদে ১৩৫ জন।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ডিপ্লোমা পাসসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
সার্ভেয়ার এবং ইলেকট্রিশিয়ান পদের জন্য বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের স্থানীয় সরকার প্রকৌশন অধিদপ্তের ওয়েবসাইটে (http://lged.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রাদান শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ সময় ৪ মার্চ, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র : সমকাল, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে