১৬ জনকে নিয়োগ দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর । ছয়টি পদে সর্বমোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
ইন্সট্রুমেন্ট মেকানিক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও গার্ড।
পদ সংখ্যা
মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.dgda.gov.bd) এই ঠিকানায়। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
ঠিকানা : পরিচালক(চলতি দায়িত্ব), ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ ভবন, মহাখালী, ঢাকা-১২১২।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ১০ মার্চ, ২০১৯ পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...