২১৬ জনকে নিয়োগ দেবে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, বেতন ১২৫০০ টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়। একটি পদে সর্বমোট ২১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন।
পদের নাম
অডিটর।
পদ সংখ্যা
২১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ ফেব্রুয়ারি, ২০১৯-এর মধ্যে আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
অডিটর পদের জন্য বেতন ১২৫০০-৩০২৩০ টাকা(গ্রেড-১১)।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://cgdf.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রাদান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ১৯ মার্চ, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : কালের কণ্ঠ, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে