নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রেডে পাঁচটি শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।
পদের নাম
পাইলট, সিনিয়র হাইড্রোগ্রাফার, সিনিয়র সহকারী প্রধান, উপপরিচালক।
পদসংখ্যা
মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/ ফলিত গণিত/ ভূগোল/ পদার্থ/ বিজ্ঞান/ রসায়ন/ ফলিত পদার্থবিজ্ঞান/ হিসাববিজ্ঞান/ ফিন্যান্স/ মার্কেটিং/ অর্থনীতি/ পরিসংখ্যান বা বাণিজ্যে স্নাতক/ সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ppa.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৭ মার্চ, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২০ মার্চ, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : সমকাল, ৪ মার্চ, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...