আমস্টারডামে সাইকেলের খোঁয়াড়!
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম, জনসংখ্যা মাত্র সাত লাখের মতো, অথচ সাইকেলের সংখ্যা কি না আনুমানিক প্রায় ১০ লাখ! অর্থাৎ শহরে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যাই বেশি! তাই সাইকেল রাখা নিয়ে যত বিপত্তি। এত সাইকেল থাকলে তো পার্কিং নিয়ে ঝামেলা হবেই, যদিও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা আছে শহরে। থাকলে কী হবে, অধিকাংশ সময়ই থাকে ভরা। ফলে আমস্টারডামে সাইকেল রাখা এক জটিল ব্যাপার। ডয়চে ভেলের খবরে আরো জানা যায়, সেখানকার রাস্তাগুলো সরু বলে সাইকেল রাখার জন্য নির্দিষ্ট স্থানও বেশ কম। এ কারণে রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করতে হয়, ফলে সাইকেল চুরির ঘটনাও ঘটে প্রায়ই।
তা ছাড়া নির্ধারিত জায়গার বাইরে রাখা সাইকেলগুলো শহর কর্তৃপক্ষ তুলে নিয়ে যায়। তাদের জায়গা হয় সাইকেলের খোঁয়াড়ে! নেদারল্যান্ডসের ভাষায় এটাকে বলা হয় ‘ফিয়েটস ডিপো’। সাইকেল রাখার জন্য হাজার হাজার সাইকেল ধরে এমন বেশ কয়েকটা ডিপো আছে আমস্টারডামে। আমস্টারডামের সাইকেলের খোঁয়াড়ের ম্যানেজার পিটার বের্কহুটের কাছ থেকে জানা যায়, প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার সাইকেল জমা পড়ে সেখানে। ২০১২ সালে খোঁয়াড়ে জমা হয়েছিল ৬৫ হাজার সাইকেল! তিনি আরোও বলেন, ‘সাইকেলগুলো না সরানো হলে গোটা শহর সাইকেলে ঢেকে যাবে। তখন হাঁটাচলা অসম্ভব হয়ে যাবে।’
এখানে তুলে আনা প্রতিটা সাইকেলের রেকর্ড খুব যত্ন করে রাখা হয়, যাতে মালিক খুঁজতে এলে পায়। ম্যানেজার জানান, মালিকের জন্য তিন মাস অপেক্ষা করা হয়। এর মধ্যে সাইকেলের খোঁজ করতে না এলে নিলামে বিক্রি করে দেওয়া হয়, আর খোঁজ নিতে এলে সব ধরনের প্রমাণ এবং পরীক্ষায় পাস করলে তবেই সাইকেল পাওয়া যায়।