অস্ট্রিয়ান ছাগলের বিশ্বরেকর্ড!
অস্ট্রিয়ার এক ছাগল সম্প্রতি গড়েছে বিশ্বরেকর্ড। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে (ইউপিআই) প্রকাশিত একটি খবরে জানা যায়, ছাগলটির নাম রাশপুতিন। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের উপদেষ্টা রাশপুতিনের নামানুসারে তার এই নামকরণ। তবে এই রাশপুতিন নামের ছাগলটির বয়স এখন আট বছর। তার শিং মেপে দেখা গেছে, তার সেটা বিস্তৃত প্রায় ৫৩.২৩ ইঞ্চি!
এর ফলে পূর্বের সব রেকর্ড ভেঙে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত শিংয়ের অধিকারী হিসেবে গিনেস বুক অব রেকর্ডের খাতায় নাম উঠে গেছে তার। এর আগে যে ছাগলটি সবচেয়ে বিস্তৃত শিংয়ের বিশ্বরেকর্ড করেছিল, তার নাম ছিল আংকেল সেম। যুক্তরাষ্ট্রের সেই ছাগলটির শিং বিস্তৃত ছিল ৫২ ইঞ্চি। অর্থাৎ রাশপুতিনের শিংয়ের ব্যবধান এক ইঞ্চিরও বেশি।
ছাগল রাশপুতিনের মালিক মার্টিন পারকার তাঁর এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই মূলত রেকর্ড ভাঙার আশা নিয়ে ছাগলটির শিং মাপা শুরু করেন। তিনি বলেন, ‘ছাগলটির বয়স যখন পাঁচ বছর, তখন থেকে আমি তার শিং মাপতে শুরু করি। আমার এক সুইস কলিগ তাঁর ছাগলের শিং দিয়ে রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করছিলেন, তাঁকে দেখে আমিও আমার ছাগলের শিং মাপতে থাকি।’ মার্টিন জানান, তাঁর ছাগলটি চমৎকার। ছাগলটি কখনো শিং দিয়ে কাউকে আঘাত করে না।