সবচেয়ে বড় ধুলোর প্রাসাদ
পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিতে এবং শিল্পের প্রতি সচেতনতা তৈরির উদ্দেশ্যে ভারতে বিশ্বের সবচেয়ে বড় ধুলোর প্রাসাদ গড়ে রেকর্ড করলেন এক শিল্পী। ভারতীয় এই শিল্পীর নাম সুদর্শন পাটনায়েক। ‘সুদর্শন স্যান্ড ইনস্টিটিউট’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। তিনি এই প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে ভারতের ওড়িশা রাজ্যের পুরিতে গড়ে তোলেন বিশাল এক ধুলোর প্রাসাদ। প্রাসাদটির উচ্চতা ৪৮ ফুট আট ইঞ্চি। চিন্তা করা যায়, একটি ধুলোর প্রাসাদ এত উঁচু!
ইউপিআইর প্রতিবেদন থেকে জানা যায়, ধুলো-প্রাসাদের এই বিশাল উচ্চতার কারণেই আগের সব রেকর্ড ভেঙে ‘সুদর্শন স্যান্ড ইনস্টিটিউট’-এর তৈরি ধুলোর শিল্পকর্মটি পৃথিবীর সর্বোচ্চ ধুলোর প্রাসাদ হিসেবে জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।
শুধু তাই নয়, ওয়ার্ল্ড পিস সেন্টারসহ বিভিন্ন বিষয় সংযুক্ত করে ৫৩০ ফুট জায়গাজুড়ে নির্মাণ করা হয় ধুলোর প্রাসাদটি। এ প্রসঙ্গে পাটনায়েক বলেন, ‘পৃথিবীর সবচেয়ে উঁচু ধুলোর শিল্পকর্ম দিয়ে বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে পারায় আমি অনেক খুশি। এটা ভারতের প্রথম ধুলোর শিল্পকর্ম, যা গিনেস বুকে নাম উঠিয়েছে।’
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের শিল্পী টেড সেবার্টের তৈরি ৪৫ ফুট ১০.২৫ ইঞ্চি উঁচু ধুলোর ভাস্কর্যকে পেছনে ফেলে এবার বিশ্বরেকর্ড গড়ল সুদর্শনের শিল্পকর্মটি। তাঁর এই ভাস্কর্যের রয়েছে আলাদা একটি বৈশিষ্ট্য, সেটা হলো অন্য ভাস্কর্য তৈরিতে যান্ত্রিক সাহায্য নেওয়া হলেও সুদর্শনের পুরোটাই তৈরি করা হয়েছে খালি হাতে।