অলস কুকুরের কাণ্ডকারখানা!
কুকুর সাধারণত বেশ পরিশ্রমী হয়। মালিক জগিংয়ে বেরোলে মালিকের সঙ্গে দৌড়ে যায়, সাইকেল চালানোর সময় মালিকের সাইকেলের সঙ্গে দৌড়ে চলে—এটাই স্বাভাবিক দৃশ্য। কিন্তু এমন যদি হয়, মালিক সাইকেল চালাচ্ছে, মালিকের কাঁধে বসে আছে কুকুর! লোকে কি অলসই না বলবে কুকুরটিকে! চোখে না দেখলে তো কেউ বিশ্বাসই করতে পারবে না যে কুকুর এত অলস হতে পারে।
পরিশ্রমী কুকুরের মাঝে যে অলস কুকুরও থাকতে পারে, তা জানা গেল সম্প্রতি ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে ভিডিওসহ প্রকাশিত একটি খবরের সুবাদে। খবরে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন সাইকেল চালকের ঘাড়ে ধরে পিঠে বসে আছে একটি অলস কুকুর, চালক সাইকেল চালিয়ে যাচ্ছেন। সাইকেলচালক হচ্ছেন এই কুকুরটির মালিক। অলস ওই কুকুরটির নাম নিপ্পা।
ভিডিওটি গত শনিবার ইংল্যান্ডের কিংস্টনে ধারণ করা হয়। ভিডিওটিতে দেখা যায়, মালিক তাঁর ছোট কুকুর নিপ্পাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছেন। নিপ্পা কাঁধে এমনভাবে আছে, যেন একটা ছোট্ট শিশু বাবার কাঁধে চড়ে আছে।