বাতাসের ধাক্কায় উল্টে গেল গাড়ি!
বাতাসের অনেক শক্তি, তা আমরা জানি। যখন ঘূর্ণিঝড় হয়, সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। কিন্তু তাই বলে কোনো ঝড় নয়, শুধু প্রবল বায়ুপ্রবাহই উল্টে দেবে রাস্তায় চলতে থাকা বিশাল আকারের ট্রাক! এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যাক কিংবা না যাক, বাতাস কিন্তু সত্যি সত্যি গাড়ি উল্টে দিয়েছে! ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি প্রকাশিত একটি খবর থেকে জানা যায় এই অবিশ্বাস্য খবর।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন রোডে উল্টে যাওয়া গাড়িটির পেছনে চলতে থাকা আরেকটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় এ মুহূর্তটি ধরা পড়ে। পেছনের গাড়ির মালিক চেম্বার নামক এক ভদ্রলোক ভিডিওটি ফেসবুকে আপলোড দেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না, এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছিল।’
ডিগবাজি খাওয়া গাড়িটি ছিল খালি, চেম্বার ওই গাড়ির চালককে গাড়ি থেকে বের হতে সাহায্য করেন, চালক বড় ধরনের কোনো আঘাত পাননি অবশ্য। চেম্বার এ দুর্ঘটনাকে প্রবল বায়ুপ্রবাহের সময় নিরাপদে গাড়ি চালানোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে যত আস্তে যাওয়া যায়, ততই ভালো। যত দ্রুতগতিতে যাবে, গাড়ি নিয়ন্ত্রণে রাখা তত কঠিন হবে।’