কিশোরগঞ্জে ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হুদা (৩২) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমুল হুদা করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামের মজলু খানের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হুদার শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনও মামলা না হলেও সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নিহত নাজমুল হুদার মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার জানান, গতকাল একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে নাজমুল হুদার তর্কবিতর্ক হয়। আজ সকালে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সালিশ থেকে ফেরার পথেই তার উপর হামলা চালিয়ে একাধিক ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী বলেন, নাজমুল হুদা আমার কমিটিতে সহসভাপতি ছিলেন। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচার দাবি করছি।