পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল শরিফুল ইসলামের (৩১)। তাঁরই চাচাতো দুই ভাই স্বপন ও শাহীন এ ঘটনায় জড়িত বলে উঠেছে অভিযোগ। পুলিশও বলছে একই কথা।
আজ শুক্রাবর সকালে সদরের ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ভাঁড়ারা গ্রামের সামাদ সরদারের ছেলে। তিনি কসমেটিক্সের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, আগে থেকেই স্বপন ও শাহীনের সঙ্গে শরিফুলের বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার সকালে শরিফুল বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়। এসময় স্বপন ও শাহীন তাঁকে কুড়াল ও ধারাল চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিরোধের নালিশ নিয়ে তাঁরা ইউনিয়ন পরিষদেও এসেছিলেন। কিন্তু, আদালতে মামলা চলমান থাকায় আমাদের পক্ষ থেকে মিমাংসা করা সম্ভব হয়নি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। ধারাল কুড়াল দিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশী স্বপন ও শাহীন ঘটনায় জড়িত।’
ওসি আবুল কালাম বলেন, ‘হত্যার পরে অভিযুক্তরা পালিয়ে যান। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’