শ্রমিক লীগনেতা অপু হত্যায় ৬ আসামি রিমান্ডে
রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে অপু ইসলাম নামে এক শ্রমিক লীগনেতাকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারকৃত ছয় আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মো. শাহাদাত হোসেন, মো. মোরশেদ হোসেন, মো. হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির।
আজ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রনপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে মারধর করে ছেড়ে দেয়।
একইদিন রাত ৮টার দিকে বাকি আসামিরা বিষয়টি মীমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। এরপর তারা অপুকে অকথ্য ভাষায় গালাগালি করলে ওই শ্রমিক লীগ নেতা তার প্রতিবাদ করেন। একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয় আসামিরা। গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে নিহতের বড় ভাই খোরশেদ বাদি হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।