চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রাজা ডাকা হয় তাদের। ২০২২ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল ক্লাবটি। গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব হারায় তারা। শ্রেষ্ঠত্ব ফিরে পাবার মিশনে আজ রাতে ২০২৩-২৪ মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
‘সি’ গ্রুপের ম্যাচটিতে মাদ্রিদের প্রতিপক্ষ জার্মানির ক্লাব ইউনিয়ন বার্লিন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে।
ধারেভারে স্বাভাবিকভাবেই বার্লিনের চেয়ে এগিয়ে লস ব্লাংকোরা। ১৪বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামা বার্লিনের এটি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম অংশগ্রহণ। তা ছাড়া, মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ সবময়ই বিশেষ কিছু। প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। আমরা নতুন করে শুরু করতে চলেছি।’
মাদ্রিদ ছাড়াও আজ হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ১টায়।
এ ছাড়া, গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলান মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আর্সেনাল মোকাবিলা করবে পিএসভি আইন্দহোফেনকে। ম্যাচ দুটি শুরু হবে রাত ১টায়।