রুদ্ধশ্বাস ম্যাচে ম্যান ইউনাইটেডকে হারিয়েছে বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মানি ও ইংল্যান্ডের দুই বড় ক্লাবের লড়াইটা হয়েছে জমজমাট। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গ্রুপ ‘এ’-র ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ গোলের জয় পায় বায়ার্ন।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় বায়ার্নই। ২৯ মিনিটে লেরয় সানের গোলে প্রথম লিড পায় তারা। ৩২ মিনিটে সার্জি গ্যানাব্রি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাভারিয়ানরা।
বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে ইউনাইটেডের হয়ে গোল করেন রাসমাস হাজলান্ড। কিন্তু, ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে নেন হ্যারি কেইন। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর বাভারিয়ানরা যেন আরও আগ্রাসী হয়ে ওঠে। বারবার হানা দেয় ইউনাইটেড রক্ষণে। তবে, ভাঙতে পারছিল না রক্ষণের দেওয়াল। কখনও গোলবারে লেগে ফিরে আসে বল, আবার কখনও দুর্দান্ত সেভে দলকে বাঁচান গোলরক্ষ আন্দ্রে ওনানা।
ইউনাইটেডও চেষ্টা চালায় ম্যাচে ফিরতে। ৮৮ মিনিটে ইউনাইটেডের হয়ে ক্যাসেমিরো গোল করলে জমে ওঠে ম্যাচ। সেটি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৯২ মিনিটে বাভারিয়নদের পক্ষে গোল করে ব্যবধান ৪-২ করেন ম্যাথিস টেল।
তখনও হাল ছাড়েনি ইউনাইটেড। ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখে। ৯৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন ক্যাসেমিরো। ব্যবধান নেমে আসে ৪-৩ এ। এরপরই রেফারির শেষ বাঁশি বাজলে জয়ের আনন্দে মাতে বায়ার্ন মিউনিখ, চেষ্টা করেও হার মানতে হয় ম্যান ইউনাইটেডকে।