লভ্যাংশ দেবে না রিং সাইন টেক্সটাইলস
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইলসের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান বেড়েছে ৬৪ শতাংশ। এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৫৩ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৫৪ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৯৯ পয়সা বা ৬৪ দশমিক ২৮ শতাংশ। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ১ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৬৫ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৪ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল নেগেটিভ ২ টাকা ৫০ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ২০ জানুয়ারি, সকাল সাড়ে ১০টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রিং সাইন টেক্সটাইলস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৯৫ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার ৪৯৫টি। রিজার্ভে রয়েছে ৬২৫ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্ত পলিচালক ২১ দশমিক ৩২ শতাংশ শেয়ার ধারন করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ১১ দশমিক ৩৬ শতাংশ, বিদেশিরা ৬ দশমিক ৭৯ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীরা ৬০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার ধারণ করেছে। আজ মঙ্গলবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৯ টাকা ৮০ পয়সা।