ছুটি কাটিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু কাল
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিন (আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল) বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু। সম্প্রতি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ৩০ রোজার হিসাব ধরে গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছিল ঈদের ছুটি, যা শেষ আজ রোববার। তবে, পহেলা বৈশাখ উপলক্ষে আজ রোববার ডিএসইর লেনদেন বন্ধ রয়েছে। এতে টানা পাঁচ দিন বন্ধের পর আগামী সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন চালু হবে। সোমবার সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। ডিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সিএসইর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আলোচিত এই পাঁচ দিন বন্ধ রয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। টানা পাঁচদিন বন্ধের পর আগামী সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন চালু হবে। লেনদেন ও অফিস সময় রোজার আগের নিয়মে চললবে।