বিক্রির চাপে পতনে পুঁজিবাজার, কমেছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর টানা পাঁচ কর্মদিবস পতন হয়েছে। সেই সূচক পতনে সামলে গতকাল সোমবার উত্থানে ফিরে। কিন্তু সেই উত্থান ধরে রাখতে পারেনি। এতে আজ সব ধরনের সূচকে পতন হয়েছে। লেনদেন শেষে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে ৪১ পয়েন্ট। একদিনে ব্যবধানে বাজারে মূলধন কমেছে তিন হাজার ১৮১ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৫৭৪ কোটি ৯২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৫৩৫ কোটি ছয় লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ছয় হাজার ৭১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৩৩ দশমিক ৬০ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৭৪ দশমিক ৮৬ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৫ দশমিক ৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮০ দশমিক ৪২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫০টির ও কমেছে ৩১০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৬টির।
মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুডের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।