কমেছে ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৮ মে)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। লেনদেন সহ কমেছে বাজারে মূলধনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল নিম্নমুখী। পরে আলোচিত সূচক আরও কমতির দিকে নামে। বেলা বাড়ার পর সেই পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ৩৪ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ৬৩ দশমিক ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল এক হাজার ১১০ কোটি ৩৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৬৭৩ কোটি ৩৬ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ১৩ হাজার ২৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৯০ দশমিক ৭৮ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গরবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭২৫ দশমিক ২৭ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫০ দশমিক ৪১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৬ দশমিক ২২ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৪টির ও কমেছে ২৫৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫০টির। লেনদেনের শীর্ষে সোমবারে উঠে এসেছে ফার ইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।