বিক্রির চাপে ৬৬ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৯ মে)। শেয়ার বিক্রির বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আগের দিনের তুলনায় আজ কমেছে বাজারে মূলধনের পরিমাণ। তবে কমেছে লেনদেন পরিমাণ। এদিন লেনদেন ৯০০ কোটি টাকার ঘরে চলে আসে।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। পরে আলোচিত সূচক পতনে চলে আসে। বেলা বাড়ার পর সেই পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে ২৯ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ৬৬ শতাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৮৬৯ কোটি সাত লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ সাত হাজার ২৬ কোটি ১০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৯ হাজার ৬৭৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৬১ দশমিক শূন্য চার পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৯০ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪২ দশমিক ৫৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৫ দশমিক ২৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৩টির ও কমেছে ২৫৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪১টির। লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।