সূচক পতনেও বাজারে মূলধন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১৩ মে)। শেয়ার বিক্রির বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আগের দিনের তুলনায় আজ কমেছে লেনদেন পরিমান। তবে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। পরে আলোচিত সূচক পতনে চলে আসে। বেলা বাড়ার পর সেই পতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স সূচক কমেছে প্রায় ৩০ পয়েন্ট। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন কমেছে ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৯৬৮ কোটি দুই লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৬১৯ কোটি ৫৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। একদিনে ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ৬০১ কোটি ৪৫ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৬৬ দশমিক ৭৬ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৯৬ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইএস সূচক আট দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪১ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৭ দশমিক ৯৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৫টির ও কমেছে ২২১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৭টির। লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে ইজেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে আরামিটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১১ দশমিক ৫৭ শতাংশ।