জবিতে ছাত্রদলকর্মীর ওপর ছাত্রলীগের হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলকর্মীর ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত ছাত্রদলকর্মীকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কথাকাটাকাটির জের ধরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সুজনকে মারধর করে ছাত্রলীগকর্মীরা। পরে সুজনকে বাঁচাতে ছাত্রদলকর্মী মাইনুদ্দিন গেলে তাকেও মারধর করে তারা। আহত অবস্থায় মাইনুদ্দিনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের হাতেনাতে ধরে মারধর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, ‘আমি শুনেছি তবে এ বিষয় কোনো লিখিত অভিযোগ পাইনি।’
জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর দায়ভার ছাত্রলীগকে নিতে হবে।