আত্মঘাতী ই-মেইল আনল গুগল
কাউকে ই-মেইল পাঠাতে চান। আর তাতে যে তথ্য থাকবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয়। ই-মেইলটি দীর্ঘসময় অন্যের কাছে থাকুক তা আপনি চান না। এমন সমস্যার সমাধানে গুগল এনেছে ‘আত্মঘাতী ই-মেইল’ সুবিধা। গুগল এর নাম দিয়েছে ‘ডি-মেইল’। ঠিক করে দেওয়া সময় অনুযায়ী মেইলটি মুছে যায়।
ডি-মেইল পাঠানো যায় গুগলের ‘ওয়েব ব্রাউজার’ ক্রোম ও জি-মেইল থেকে। ক্রোমে একটি ‘প্লাগ ইন’ (বিশেষ সফটওয়্যার) ইনস্টল করে নিতে হবে। এর মাধ্যমে কোনো মেইল পাঠানোর আগে ঠিক করে দেওয়া যাবে এটি কতক্ষণ স্থায়ী হবে। যেমন- একজন তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধুর কাছে ই-মেইলের মাধ্যমে জানাল। সে ঠিক করে দিল বন্ধুটি ওই ই-মেইল খুলে দেখার ঠিক ১০ মিনিট পরে এটি যেন মুছে যায়। বন্ধুটি ডি-মেইল দেখার নির্দিষ্ট সময় পর তার মেইলের ‘ইনবক্স’ থেকে মুছে যাবে।
জি-মেইলে নতুন যুক্ত এই সুবিধা ই-মেইল সেবাকে আরো নিরাপদ করবে বলেই মনে করে গুগল। এ ছাড়া এর মাধ্যমে ই-মেইল পাঠানোর ক্ষেত্রেও ব্যবহারকারীরা পাচ্ছে বাড়তি নিয়ন্ত্রণ।
কিন্তু জি-মেইলে তো কোনো ই-মেইল পাঠানোর পর তা বন্ধ করে দেওয়ারও সুবিধা আছে। তবে এটি কীভাবে কাজ করবে? জি-মেইল কর্তৃপক্ষ বলছে, ই-মেইল না পাঠানোর সুবিধা কোনো মেইল পাঠানোর ৩০ সেকেন্ড পর্যন্ত থাকে। তবে ডি-মেইল মুছে দেওয়ার সুবিধা থাকছে ব্যবহারকারীদের ইচ্ছার ওপর। কেউ ইচ্ছে করলে ডি-মেইল কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত করতে পারে। আর মেইলটি মুছে দেওয়ার পদ্ধতিটি যুক্ত করতে না চাইলে সময়ের ক্ষেত্রে বেছে নিতে হবে ‘নেভার’।
গুগল জানিয়েছে, শিগগিরই ডি-মেইলে ‘ফরওয়ার্ডিং’ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ডি-মেইল যাঁর কাছে পাঠানো হয়েছে শুধু সেই দেখতে পারবেন। অন্য কাউকে তা ‘ফরওয়ার্ড’ করে দেওয়া যাবে না।
গুগল জানিয়েছে ইয়াহু, হটমেইলসহ যে কোনো মেইল ঠিকানায় ডি-মেইল পাঠানো যাবে। তবে এটি পাঠানো যাবে শুধু গুগলক্রোম ব্যবহার করে জি-মেইলের মাধ্যমে।