গাঁজা সেবনে বাধা দেওয়ায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যা, মাদকসেবীও নিহত
মেহেরপুরের মুজিবনগরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সবজি ব্যবসায়ী সাইদুর রহমানকে কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় যুবক মনিরুল ইসলাম।
আজ শনিবার বেলা ১১টার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে যতারপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মনিরুল ইসলাম মাদক সেবন শুরু করলে সাইদুর বাধা দেন। এ নিয়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হাতাহাতির পর্যায়ে গেলে মনিরুল তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। এরপর স্থানীয়দের গণধোলাইয়ে নিহত হন মনিরুল ইসলাম।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম আলী বলেন, গাঁজা সেবনে বাধা দেওয়ায় মনিরুল প্রথমে সাইদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গণধোলাইয়ে মারা যায় মনিরুল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।