কুষ্টিয়ায় এক দিনে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯২
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এক দিনে জেলায় ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯১ শতাংশ।
এদিকে সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ায় জেলার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল খুলতে শুরু করেছে। চলছে গণপরিবহণসহ সবধরনের যানবাহন।