রম্য
স্ট্যাটাস একই, কাহিনী ভিন্ন!
ঈদ শেষে একজন মানব ও একজন মানবী ফেসবুকে একই ধরনের স্ট্যাটাস দিলেন। দুজনের ফ্রেন্ড ও ফলোয়ারও প্রায় কাছাকাছি। কিন্তু স্ট্যাটাস দুটিতে লাইক, কমেন্ট, শেয়ার সব দেখা গেল ভিন্ন! একই মানুষ দুটো ভিন্ন অথচ একই কথার স্ট্যাটাসে করেছেন দুরকম কমেন্ট! মজা না? তাহলে জলদি পড়ি চলুন!
মানবীর স্ট্যাটাস
এঞ্জেল কুমকুম লিখেছেন, ‘ঈদ শেষ! খারাপ লাগছে!!’
ঝন্টু, মন্টু, পল্টু ও আরো ৪২০ জন এই স্ট্যাটাস লাইক করেছেন। শেয়ার হয়েছে ৫৬টি। কমেন্ট পড়েছে ২২১টি। তন্মধ্যে কয়েকটি কমেন্ট তুলে ধরা হচ্ছে :
ঝন্টু : আহারে! দিলেন তো মনটা খারাপ করে!!
মন্টু : এইরম ইস্ট্যাটাস আমি জিন্দেগিতে না দেখলেও আইজকা দেইখা ফেলাইলাম! অসাম!!
পল্টু : এমুন সুন্দর স্ট্যাটাস আপনি কেমন করে দেন! ইশ, আমি যদি এ রকম করে স্ট্যাটাস দিতে পারতাম!
ন্যাড়া মাথা : আপনি নিজে যেমন ভয়ানক সুন্দরী, আপনার স্ট্যাটাসও তেমনি ভয়ানক সুন্দর!!
ফাউল ম্যান : আপনার এই মন খারাপে আমি মর্মাহত, ব্যথিত!!
এবার দেখা যাক মানবের স্ট্যাটাস
এফ কে রফিক লিখেছেন, ‘ঈদ শেষ! খারাপ লাগছে!!’
এই পোস্টে লাইক মাত্র ১১টি। শেয়ার হয়েছে গোল্লা, মানে শূন্যটি! কমেন্ট পড়েছে মাত্র পাঁচটি। কমেন্টগুলো নিচে তুলে ধরা হচ্ছে :
ঝন্টু : দূর হালা বলদ! কী স্ট্যাটাস দেয়!
মন্টু : ছাগল নাকি! এইরম ইস্ট্যাটাস দিয়া সময় নষ্ট করস ক্যা?!
পল্টু : আমার দেখা জীবনের সবচেয়ে বাজে স্ট্যাটাস! ডিজগাস্টিং!
ন্যাড়া মাথা : তুই নিজে যেমন দেখতে গণ্ডারের মতো, তর স্ট্যাটাসও সে রকম! বলদ কোনহানকার! ব্লক খা!
ফাউল ম্যান : ফেসবুক কি দুর্গন্ধ ছড়ানোর জায়গা? ফাউল কোথাকার!!
মানব ও মানবীর এ দুই পোস্ট থেকে যা শিখলাম তা হলো, ফেসবুকে মেয়েদের আইডির জনপ্রিয়তা বেশি!