রম্য
প্রিজমার প্রভাবে আরো যা কিছু হতে পারে!
এ মুহূর্তে ভার্চুয়াল জগৎ কাঁপিয়ে রাজত্ব করছে 'প্রিজমা' নামক একটি অ্যাপ। এটি মূলত ছবি এডিট করার একটি অ্যাপলিকেশন। যা-ই হোক, এখন সকলেই প্রিজমা-জ্বরে ভুগছেন। তো, এই প্রিজমার সময়ে আমাদের আরো যা কিছু দেখা হতে পারে, তারই কিছু বর্ণনা নিচে দেওয়া হলো ।
♦ আইফোন কেনার হিড়িক পড়ে যেতে পারে, কেননা এই প্রিজমা অ্যাপটি আপাতত শুধুই ওই আইফোনে ব্যবহার করা যাচ্ছে।
♦ যেসব প্রেমিকের আইফোন নেই, তাদের প্রেমে ভাঙনের সুর বেজে উঠতে পারে। কেননা, প্রেমিকাকে যতই পিৎজা খাইয়ে ভুলিয়ে রাখতে চান না কেন, সে ঠিকই প্রিজমা ইফেক্টের ছবি চেয়ে বসতে পারে।
♦ আইফোনওয়ালাদের ইনবক্সে সাধারণের ছবিতে ভরে যেতে পারে, সঙ্গে প্রিজমা ইফেক্টে ছবি তৈরির অনুরোধ তো থাকছেই।
♦ শিল্পীদের আঁকাআঁকিতে বিরতিকাল আসতে পারে, কেননা প্রিজমা ইফেক্টের ছবিতে শিল্পীদের আঁকার নমুনা/ স্টাইল থাকে তো।
♦ আইফোন মালিকদের অতিরিক্ত ব্যস্ততা লক্ষ করা যাবে বা যাচ্ছে। আর সেটা ওই প্রিজমা ইফেক্টে পিক তৈরিতেই।
♦ গিফট এবং ট্যাগের মাত্রা অনেকাংশে বেড়ে যাবে বা যাচ্ছে। কেননা যে পারছে তার প্রিয়জনকে প্রিজমা ইফেক্টের পিক বানিয়ে গিফট দিচ্ছেন, অন্যদিকে যাকে দিচ্ছেন, সেও তাকে ট্যাগ করে পিকটি আপলোড করছেন!
♦ প্রিজমা এডিট নিয়ে হরেক রকম স্ট্যাটাসও দেওয়া হবে, যাঁদের আইফোন নেই, তাঁরা অনেকটা আফসোসের সুরে পোস্ট দেবেন। আর যাঁদের আইফোন আছে, তাঁদের কথা কিছুই কমু না।
♦ আরো দেখা যাবে এই প্রিজমা নিয়ে হরেক রকম হাবিজাবি লেখা লিখে ফেলেছেন অনেকে। কী, বিশ্বাস হচ্ছে না? আরে এইমাত্র যে লেখাটি পড়লেন, এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ।