মানব ভাগ্নেদের কাছে বাঘ মামার প্রশ্ন
আগামী ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। তো, এই বিশ্ব বাঘ দিবস সামনে রেখে বাঘ মামারা অজ্ঞাত স্থান থেকে মানুষ নামক ভাগ্নেদের কাছে কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করেছেন, সঙ্গে এসবের উত্তরও জানতে চেয়েছেন। তো, সেই সব প্রশ্ন সামনে তুলে ধরা হয়েছে নিচে।
★ তোরা ভাগ্নে হয়েও যদি এভাবে চুরি করে করে হরিণ পাচার করিস বা মেরে মেরে খাস, তাহলে আমরা কী খেয়ে বাঁচব?
★ সুন্দরবনে আমাদের বাঁচতে দিবি না বললেই তো পারতি, এভাবে উন্নয়নের ‘নাটক’ করার দরকার ছিল কি?
★ ক্রিকেট খেলার সময়ে স্টেডিয়ামে আমাদের জাতভাইদের খেলা ভালো হলে তো ভালোই লাফালাফি করিস, তবে খারাপ খেললে ওদের পাশে থাকতে সমস্যা কী তোদের?
★ আমাদের বাঘ মামা বলে ডাকাডাকি করিস ভালো কথা, কিন্তু আকাশের ওই চাঁদকেও যে মামা বলে ডাকিস। আচ্ছা বল তো তোরা, চাঁদ আমার কোন জনমের ভাই লাগে?
★ আবার মাঝেমধ্যে দেখি, ছোট ছোট বাচ্চাকাচ্চার হাতে প্যাকেট করা মামা না মামি কী যেন থাকে। আরে বল তো, এসব ফাজলামো শেষ করবি কবে?
★ আর হ্যাঁ, তোদের কিছু জলদস্যুকে বলছি, তোরা জলে থাকবি কি আকাশে থাকবি, সেটা তোদের ব্যাপার। কিন্তু এই আমাদের সুন্দরবনে তোদের কী রে? যা বাড়ি যা!
★ তোরা তো মানুষ হিসেবে মোটেই সুবিধার না রে ভাগ্নে! আমাদের কাউকে একা পেলেই অমনি গুম করে দিস, আবার আমাদের এই বাঘদের চামড়া পাচার করিস কেন রে?
★ আচ্ছা, আমরা এই বাঘ মামারা নাকি তোদের জাতীয় পশু, কিন্তু কই আমাদের তো তোরা কোনো জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে ইনভাইট পর্যন্ত করিস না, কেন রে? এমন ভাঁওতাবাজি না করলেই কি নয়?
★ তোরা আমাদের সবাইকেই মামা বলে ডাকিস কেন? আমাদের ওয়াইফদের তো মামি বলেও ডাকতে পারতিস, এ তোদের কেমন বিচক্ষণতা?
★ তোরা নাকি বীরত্বের পরিচয় দিস, কেউ যদি আমাদের লেজ দিয়ে তার কান চুলকাতে পারে, তাকে? এটা কেমন কথা ভাগ্নের দল? একে তো আমাদের লেজ দিয়ে কানের ময়লা বের করবি, তার ওপর আবার বীরত্বের ভাগও দিবি তাকে!