রম্য
প্রিজমা যখন প্রাণিজগতে!
প্রিজমা ইফেক্টটি এরই মধ্যে এমন ভাইরাল হয়েছে যে এটি অ্যাজমা রোগের চেয়েও ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। ভেবে দেখুন তো, এই ভাইরাসে যদি প্রাণিকুল, অর্থাৎ পশুপাখিও আক্রান্ত হতো, তাহলে কেমন হতো? চলুন তো, দেখে আসি সেইসবের কিছুটা কাল্পনিক চিত্র।
বাঘ নিজেই হতবাক
বনের ক্ষমতাধর প্রাণীদের মধ্যে বাঘমশাইও অন্যতম। তিনি রেগে গেলেই হালুম বলে চিৎকার দিয়ে পুরো বনের পরিস্থিতি মাথায় তুলে ফেলেন। তো, সেই বাঘ যখন নিজের ছবিকে প্রিজমা ইফেক্টে এডিট করে ফেসবুকে আপলোড করলেন। মা গো মা, বাঘ মিয়া নিজেই প্রিজমা করা ছবি দেখেই হতবাক হয়ে বসে আছেন গত তিন দিন ধরে।
সিংহ ভয়ে অস্থির
আমরা জানি, সিংহকে বনের রাজা বলা হলেও আজ পর্যন্ত কোনো সিংহের ওয়াইফ মানে স্ত্রীকে কেউ বনের রানি হিসেবেও মানেনি। আমরা আরো জানি, সহজেই সিংহ কাউকে ভয় পান না। কিন্তু এবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে! আর তা হলো, ওই প্রিজমা ইফেক্ট নিয়ে। এই সিংহের ছবি যখন কেউ একজন প্রিজমা এডিট করে তাকে দেখিয়েছে, তখন থেকেই সিংহ মশাই ভয়ে অস্থির। কারণ হিসেবে জানা গেছে, প্রিজমাতে সিংহের ছবি এমন রূপ ধারণ করেছে যে সিংহ নিজেই ওই ছবিকে আরো হিংস্র কোনো জন্তু-জানোয়ার ভেবে ভয়ে অস্থির হয়ে আছেন।
হায়না ধরেছে বায়না
বনের মাঝে বিরক্তিকর কেউ থাকলে, তার মধ্যে একমাত্র এই হায়না আছে। তো সেই হায়না করেছে কি, বনের যাদের কাছে আইফোন আছে, তাদের কাছে গিয়ে খুব বিরক্তি করে করে বায়না ধরেছে, তার একটা ছবি কেউ একটু প্রিজমা ইফেক্টে এডিট করে দিক! কিন্তু কেউই রাজি হচ্ছে না ওই বেহায়া হায়নার ছবি প্রিজমা করে দিতে। কারণ হিসেবে সবাই বলছে, হায়না প্রিজমা করা ছবি ফেসবুকে আপলোড করে সবাইকে সেই ছবিতে ট্যাগ করে আচ্ছামতো জ্বালাবে।
কুকুর খাইল মুগুর
সেদিন তো এক কুকুর তার ফেসবুক আইডিতে তার প্রিজমা করা পিক আপলোড করে মহা ঝামেলায় পড়েছে। সাথে সাথে তার মালিকের হাতে মুগুরও খেয়েছে। আসলে হয়েছে কি, যেদিন রাতে কুকুরটি প্রিজমা এডিট ছবি আপলোড করেছে, সেই ছবিতে হাজার হাজার কমেন্টের উত্তর দিতে গিয়েই রাত পার করে ফেলেছে, ঐদিকে সেই রাতেই তার মালিকের বাড়িতে চুরি হয়েছে। আর তাই তার মালিক তাকে মুগুর দিয়ে বেশ শিক্ষা দিয়েছে।
বাঘের রূপে বিড়াল
সেদিন এক বিড়াল প্রিজমা ইফেক্টে তার ছবিটি এডিট করেই তার পর থেকে নিজেকে বাঘ মনে করছে। ছবিটি প্রিজমার বদৌলতে কিছুটা তাকে তার বাঘ ভাগিনার ন্যায় দেখা গেলেও মোটেও সে বিড়াল ছাড়া অন্য কিছুই না। বাঘকে তার ভাগিনা বললাম, লোকে বলে বিড়াল নাকি বাঘের মাসি, সেই সূত্রে বাঘ তো বিড়ালের ভাগিনাই হবে।
হাতি মশাইয়ের মুগ্ধতা
বিশাল দেহের হাতি মশাই যখন নিজের শুঁড়সহ ছবিটি প্রিজমা ইফেক্টে দেখলেন, খুশিতে এতটাই লাফালাফি করলেন যে, তার এই লাফালাফির কারণে বনের কয়েক একর জমির গাছপালা মাটিতে শুয়ে গেছে। তবুও হাতি গর্বের সুরে বলছেন, মোটেও তার ওই মোটা সুর দিয়ে নয়, বলছেন, প্রিজমা এডিটে তার ছবি দেখে সে এতটা মুগ্ধ হয়েছে, যা সে বলে বোঝাতে পারছে না।
প্রিজমা বাদরের চাদর
বনের মাঝে শান্তশিষ্ট, লেজবিশিষ্ট একমাত্র প্রাণী হলো বাদর মশাই, এরা এতটাই নম্র এবং ভদ্রতায় মগ্ন থাকেন যে, তাদের উপস্থিতি টের পেলেই সবাই লুকিয়ে বাঁচে! তো, এই বাদর সমাজে প্রিজমা ইফেক্টের ফলে নতুন একটি বিপ্লবের সূচনা লক্ষ করা যাচ্ছে। আর তা হলো, ওদের যদি আপাতত কখনো শীত করে, তবে সঙ্গে সঙ্গে তার ছবিকে প্রিজমা এডিট করে নিচ্ছেন এবং ভাবছেন এটাই হয়তো নিজেকে চাদরে জড়ানো হলো।