রম্য
বিজ্ঞাপন সত্য হলে যা হতো!
বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞাপনের। বিজ্ঞাপন ছাড়া কোনো পণ্যই আমজনতা ‘খায় না’। কিন্তু সব বিজ্ঞাপন যদি সত্য হতো, মানে বিজ্ঞাপনে যা বলা হয়, তা যদি বাস্তবে ঘটত, তবে কী হতো। আপনি তো ভাবেননি, সেটা জানি! এ জন্য ভাবাভাবির কাজ সেরেছেন এই রম্যলেখক!
১. একটা কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপনে বলা হয়, ওই ড্রিংকসটি খেলে চুমুকেই অ্যাকশন হবে! বুঝতে পারছেন ব্যাপারটা? চুমুকেই অ্যাকশন! বাপরে! বিজ্ঞাপন যদি সত্যি হতো, তবে ওই ড্রিংকসে চুমুক দেওয়া মাত্রই সবাই ব্যাপক উৎসাহ সহকারে অ্যাকশনে নেমে যেত! কী ঘটত তখন। আমরা ভাবতে পারছি না! আপনি পারছেন তো?!
২. অখ্যাত-কুখ্যাত তথাকথিত ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে বলা হয়, ‘এটাই হচ্ছে রং ফর্সাকারী সবচেয়ে কার্যকর ক্রিম’! কি মামাবাড়ির আবদারের মতো কথা! বললেই হলো! ক্রিমে যদি রং ফর্সা হয়ে যেত, তবে তো আফ্রিকান মহাদেশের কোটি কোটি মানুষ আর কালো থাকত না! কৃষ্ণ বর্ণের জন্যও আর কাউকে বর্ণবাদের শিকার হতে হতো না!
৩. একটা সাবানের বিজ্ঞাপনে বলা হয়, এক ঘষাতে নিমিষেই পরিষ্কার! খাইছে! কাপড়ে সাবান দিয়ে এক ঘষা দিলেই কাপড় পরিষ্কার হয়ে যায় নাকি! আপনি কখনো দেখেছেন, কাপড়ে সাবানের এক ঘষাতেই কাপড় পরিষ্কার হয়ে গেছে?
৪. মরলিক্স না টরলিক্স (আসল নাম শুরু ‘হ’ দিয়া!) একটা জিনিস আছে, সেটার বিজ্ঞাপনে কী বলা হয়? বলা হয়, মরলিক্স খান, দুধের শক্তি বাড়ান। খাইছে মোরে! ওটা খেয়ে দুধের শক্তি যদি বাড়াতে হয়, তবে ওটা তো সোজা গাভীরে খাওয়ানো দরকার! তাতে ‘শক্তিশালী দুধ’ পাওয়া যাবে!