নগদ লভ্যাংশ দেবে এইচআর টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ পাবে। কোম্পানিটির ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এইচআর টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরে (২০২১-২০২২) কোম্পানিটির ইপিএস ছিল দুই টাকা ৫৪ পয়সা। সেই হিসেবে সমাপ্ত অর্থবছরে ইপিএস বেড়েছে দুই টাকা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ ১৪ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল পাঁচ টাকা ২৫ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ জানুয়ারি, বেলা ১১টায়। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এইচআর টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৯ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা দুই কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০০টি। রিজার্ভ রয়েছে ৯১ কোটি ২৬ লাখ টাকা।
আজ রোববার কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা শেয়ার ধারণ করেছে ৪৮ দশমিক ২৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক পরিচালক আট দশমিক ৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪৩ দশমিক ২২ শতাংশ শেয়ার ধারণ করেছে।