গত ১৫ বছরে আসা আইপিও রিভিউ করার সময় এখন : ডিবিএ
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এসেছে, তার রিভিউ করার সময় এসেছে। রিভিউ যদি না করা হয়, সমস্যা চিহ্নিত হবে না। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জের ডিএসই নিজস্ব ভবনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যদের সঙ্গে ডিবিএর সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, ‘ব্রোকারেজ হাউজ ২৫০ ও আরও ৭০টির মতো ট্রেকহোল্ডার আছে। সব মিলিয়ে ৩২০টির মতো কোম্পানি এখানে (পুঁজিবাজার) রান করছে। ৮০ শতাংশের মতো কোম্পানি তার পরিচালন ব্যয় তুলতে পারছে না, আজকে দেড় বছর হল।’
‘ডিমিউচুয়ালাইজেশনের কারণে আমাদের ক্ষতি হয়েছে, তারপরও আমরা মেনে নিয়েছি’ মন্তব্য করে সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ বছর হয়ে গেলো ডিমিউচুয়ালাইজেশনের। এই ১০ বছর পর আমরা যেটা বিশ্বাস করি, ডিমিউচুয়ালাইজেশনের এখন রিভিউ করার সময় এসেছে। যে আইনটা হয়েছে সেটা কতটা বাস্তবসম্মত ছিল, কতটা পুঁজিবাজার বান্ধব, কতোটা বাজার উন্নয়ন করেছে।’
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন বলেন, ‘সবাই মিলে দেশের পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করব। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসলে পুঁজিবাজারের উন্নয়ন হবে বলে আশা করছি।’
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি একটা ভালো পুঁজিবাজার। এটা ভালো হলে শিল্পায়নের সহযোগী হবে। মানুষের কর্মসংস্থান বাড়বে। পুঁজিবাজারে মানুষের অংশগ্রহণ বাড়বে।’
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হলে বাজারের উন্নতি সম্ভব না। অন্যদিকে তালিকাভুক্ত অ-তালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে সাত শতাংশ এটা খুবই কম। কর হার বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ।’
ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘ব্রোকারেজ হাউজগুলোর প্রায় ৭০ শতাংশ কর্মী চলে গেছে। বড় হাউজগুলো কোনো রকমে টিকে আছে। ছোট হাউজগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের তিনটি হাউজ সমস্যায় পড়ে যাওয়ার তথ্য আপনারা পেয়েছেন। আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের একটি ভালো বাজার উপহার দিতে পারব।’
দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে এসেছে, সেইভাবে পুঁজিবাজারে এগিয়ে আসেনি জানিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি যখন ভাল ছিল, তখনও পুঁজিবাজার ভাল ছিল না। এখন অর্থনীতি মন্দা, এখনও পুঁজিবাজার একই অবস্থা। এই বৃত্ত থেকে আমাদের পুঁজিবাজারকে বেরিয়ে আসতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’