সূচক পতনে চলছে লেনদেন
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ৪০ মিনিটে লেনদেন হয়েছে ৯১ কোটি টাকা। দরপতন হয়েছে ৬২ শতাংশ কোম্পানির শেয়ার। আজ সোমবার (২৫ মার্চ) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়েছে। লেনদেনে শুরুর প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৪৩ দশমিক ২৮ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৮৫৭ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৯১ কোটি ১৭ লাখ টাকা।
লেনদেন শীর্ষে ওঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। লেনদেন করেছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। এ ছাড়া লার্ফাজহোলসিমের সাত কোটি ১৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ৩৮ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের চার কোটি ৬৫ লাখ টাকা, গোল্ডেন সনের চার কোটি ৪২ লাখ টাকা, শাইনপুকুরের চার কোটি ২৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের তিন কোটি ১৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ১২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি আট লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার দুই কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।