৩৫ মাসে নিম্ন সূচকের রেকর্ড ডিএসইতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স গত ৩৪ মাস ২২ দিনের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। তবে, নামমাত্র বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ।
এদিকে দুই কর্মদিবস উত্থানের পর গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে আজ ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৩৮ পয়েন্টে নেমে আসে। এ ধরনের কম পয়েন্টের সূচক গত ৩৪ মাস ২২ দিনের মধ্যে দেখেনি বিনিয়োগকারীরা। এতে অনেক বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৮১৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৭ হাজার ৬৭৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৮ দশমিক ৩৯ পয়েন্টে। এর আগে ২০২১ সালের ১১ মে সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে নেমেছিল। ডিএসইএস সূচক ছয় দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ দশমিক ৩৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার এক দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির ও কমেছে ২৬৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ১৬ কোটি ৫৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ৭৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৭৫ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৯ কোটি ৮৩ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের আট কোটি ৮২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের আট কোটি ৬২ লাখ টাকা, গোল্ডেন সনের আট কোটি ২৬ লাখ টাকা, ফরচুন সুজের আট কোটি ১৯ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার আট কোটি সাত লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমান। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। সিএসইতে আজ মঙ্গলবার ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল আট কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার ৯০৮ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৯৩৪ কোটি ছয় লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৩৭ দশমিক ২৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক তিন দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৮ দশমিক ২৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪২ দশমিক ৯৬ পয়েন্ট এবং সিএসআই সূচক চার দশমিক ১৭ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫০টির এবং কমেছে ১২৮টি বা ৬২ দশমিক ৪৩ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দুই কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ৫১ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩৫ লাখ টাকা, শাইনপুকুরের ৩৪ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ২৯ লাখ টাকা, বেক্সিকোর ২৯ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২০ লাখ টাকা এবং ইবনে সিনার ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।