আশি শতাংশ কোম্পানির দরে উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৮ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দরে উত্থান হয়েছে। বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন ৪১৫ কোটি টাকায় নেমে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪১৫ কোটি ৩২ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৪৭৫ কোটি ৮২ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৯০৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৬০ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮১ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩ দশমিক ৪০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১৬টির বা ৮০ দশমিক ৬১ শতাংশ ও কমেছে ৩৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৬ কোটি ৬৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ১২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৪ কোটি ৯৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১০ কোটি ৭৬ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১০ কোটি ৪৭ লাখ টাকা, এমারেল্ড অয়েলের আট কোটি ৯০ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের সাত কোটি ৬৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের সাত কোটি ৩৯ লাখ টাকা এবং আইটিসির সাত কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৭৩ কোম্পানির শেয়ারদর উত্থান হয়েছে। কমেছে বাজারে মূলধন সহ লেনদেনের পরিমাণ। সিএসইতে সোমবার ছয় কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি সাত লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১২ হাজার ৯৬৪ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ১৪ হাজার ৩৮০ কোটি ৩২ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৪ দশমিক ৪৭ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৯ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪২ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসআই সূচক চার দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১২টির এবং কমেছে ২৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির এক কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৯১ লাখ টাকা, জেএমআই হাসপাতালের ৫০ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৮ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৩৩ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের ২৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ২৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৩ লাখ টাকা এবং রবির ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।