সূচক উত্থানে চলছে লেনদেন
সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ১৬ মিনিটে লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকা। অধিকাংশ কোম্পানির শেয়ার দরে উত্থান রয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম আট মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। এরপর কেনার চাপ কিছুটা কমতে থাকে। লেনদেনে শুরুর প্রথম ১৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১১ দশমিক ৭৯ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে পাঁচ হাজার ৭৮৬ দশমিক ৩৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৭৩ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক এক দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৬১টি বা ৬৪ দশমিক ৪০ শতাংশ, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬১ লাখ টাকা।
লেনদেন শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। লেনদেন করেছে আট কোটি ৩৮ লাখ টাকা। এ ছাড়া বেস্ট হোল্ডিংসের তিন কোটি ৭৮ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের তিন কোটি ৪২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৭৮ লাখ টাকা, গোল্ডেন সনের দুই কোটি ৫৩ লাখ টাকা, ফার্স্ট প্রাইম ফান্ডের এক কোটি ৬৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার এক কোটি ৩৮ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের এক কোটি ৩৫ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের এক কোটি ২১ লাখ টাকা এবং আফতাব অটোর এক কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।