লেনদেন বিলম্ব খতিয়ে দেখতে ডিএসইতে কমিটি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নির্ধারিত সময়ে আজ শুরু সম্ভব হয়নি। ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশন সমস্যার কারণে লেনদেনে এ বিলম্ব হয়। আজ রোববার (৫ জানুয়ারি) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নেটওয়ার্ক জনিত এসব সমস্যা সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয় জানিয়ে শফিকুর রহমান বলেন, ডিএসইর আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করেছে। পরে বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন শুরু করা হয়। পাশাপাশি আজকে লেনদেন কার্যক্রম শেষ হয় বিকেল ৩টায়।
যথাসময়ে লেনদেন কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারীসহ বাজারের সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জানিয়ে শফিকুর রহমান বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।