৬২ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১৩ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে চার পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে ৪৩১ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়ে আজ ৩৯৭ কোটি টাকার ঘরে রয়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯১টির ও কমেছে ২৪৭টির বা ৬১ দশমিক ৭৫ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬২টির। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩৭১ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৭ হাজার ৬৯৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৮ হাজার ১৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৪৩১ কোটি ৪২ লাখ টাকা।
আজ ডিএসইএক্স চার দশমিক ৩৫ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৫১ দশমিক ৮৭ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৫৬ দশমিক ২২ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৬ দশমিক ১০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ দশমিক ৯৩ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২১ কোটি ৭১ লাখ টাকা, ফাইন ফুডসের ১৩ কোটি ৫৭ লাখ টাকা, আফতাব অটোর ১০ কোটি ৮৭ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১০ কোটি ৫৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার সাত কোটি ৫৭ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ২৫ লাখ টাকা, রবি আজিয়াটার সাত কোটি ১৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের সাত কোটি পাঁচ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ১৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।