পতনে সূচক লেনদেনও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আট পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩৬৩ কোটি টাকার ঘরে রয়েছে। তবে আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে।
জানা গেছে, আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৯০০ কোটি দুই লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৭৬ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪১টির ও কমেছে ১৯৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬২টির।
আজ ডিএসইএক্স আট দশমিক ৫৯ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৩৩ দশমিক ৯২ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪২ দশমিক ৫১ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক চার দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ দশমিক ৩২৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০ দশমিক ৬৩ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ২৬ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ১০ কোটি ৭২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৬৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১০ কোটি ৫০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৯ কোটি ৪৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের আট কোটি ১৪ লাখ টাকা, আফতাব অটোর সাত কোটি ৬৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৫৬ লাখ টাকা এবং জিকিউ বলপেনের পাঁচ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।