৬৪ শতাংশ কোম্পানির সূচকে দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১৮ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে আজ ৪০০ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৪০২ কোটি ৪৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৫৮৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ৬৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০৮ দশমিক ২০ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২২৪ দশমিক ৫৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩০ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির ও কমেছে ২৫৮টির বা ৬৪ দশমিক শূন্য দুই শতাংশ। শেয়ার দর অপরিবর্তন ৬৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ২০ কোটি ২৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৭৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৫৮ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১২ কোটি ৪৩ লাখ টাকা, গ্রামীণফোনের ১১ কোটি ৭৪ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১০ কোটি আট লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৭০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি চার লাখ টাকা এবং ফাইন ফুডসের সাত কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৮৫ শতাংশ