সিটি না মাদ্রিদ, শেষ চার ডাকছে কাকে?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রাজা ম্যানচেস্টার সিটি। যদিও, টুর্নামেন্টের একচ্ছত্র অধিপতি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব মাদ্রিদের সামনে আজ বুধবার (১৭ এপ্রিল) প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।
প্রথম লেগ ড্র হয়েছে ৩-৩ গোলে। নিজেদের মাঠে জয় তুলে নিতে ব্যর্থ হয় মাদ্রিদ। সেদিক দিয়ে এগিয়ে থাকবে সিটি। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামের চেনা গালিচায় হালান্ড-ডি ব্রুইনরা চাইবেন বিজয়ের আলপনা আঁকতে। কাজটা যে মোটেও সহজ হবে না, সেটি জানে সিটিজেনরা।
ম্যাচের আগে মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘যা হয়ে গেছে তা মনে রাখার কিছু নেই। প্রথম লেগ ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ফুটবল মূলত ফুটবলারদেরই খেলা। মাঠে তাদের প্রতিযোগিতা করতে হয়, বাধা ঠেলে এগিয়ে যেতে হয়। আমি মনে করি, সিটির বিপক্ষে এই ম্যাচে (দ্বিতীয় লেগ) ছেলেরা নিজেদের দক্ষতার প্রমাণ দেবে।’
সিটির তারকা মিডফিল্ডার বার্নাদো সিলভা বলেন, ‘এটি নতুন ম্যাচ। নতুন দল। আমাদের প্রতিপক্ষ এই টুর্নামেন্টের রাজা, তবে তাদের মাঠেই আমরা ভালো করেছি। আমাদের ভক্তদের সমর্থন বেশ জোরালো। আর ইত্তিহাদ বিশ্বের অন্যতম কঠিন মাঠ।’
মাঠের বাইরেও লড়াইটা হবে সেয়ানে-সেয়ানে। একদিকে কার্লো আনচেলোত্তি, অন্যদিকে পেপ গার্দিওলা। এ যেন লড়াইয়ের ভেতর আরেক লড়াই।
এ ছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।