কোহলিদের কোচ নিয়োগ দিতে যে পরামর্শ দিলেন সৌরভ
কে হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ? বিশেষ করে আইপিএলে সফলতা পাওয়ার পর হাওয়ায় ভাসছে গৌতম গম্ভীরের নাম। যার অধীনেই ১০ বছর পর আইপিএলের শিরোপা উদ্ধার করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে, এখনও নিশ্চিত নয় কিছুই।
এসব গুঞ্জনের মধ্যেই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একটি পোস্ট করেছেন কোচ নিয়োগ নিয়ে। যেখানে কোহলিদের কোচ নিয়োগ নিয়ে কিছু পরামর্শ দিলেন সাবেক এই বিসিসিআইপ্রধান।
আজ বৃহস্পতিবার (৩০ মে) এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন সৌরভ। লেখেন, ‘এক জনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নিন।’
ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দলটির চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এর আগেই নতুন কোচের সন্ধানে নেমেছে দেশটি। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল সোমবার (২৭ মে) ছিল কোচ হতে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার শেষ দিন। বিসিসিআই জানিয়েছে, তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
এর আগে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে দ্বিতীয় দফা নিয়োগ দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের পর। বিশ্বকাপ ব্যর্থতায় গুঞ্জন উঠেছিল চাকরি হারাবেন দ্রাবিড়। সেবার অবশ্য তা করেনি বিসিসিআই।