চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কারা আছেন, জানাল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) ১৪টি শিরোপা জিতে এমনিতেই সবার ধরাছোঁয়ার বাইরে রিয়াল মাদ্রিদ। অপেক্ষা এখন ১৫তম শিরোপার। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব পাওয়া থেকে এক ম্যাচ দূরত্বে স্প্যানিশ ক্লাবটি। আগামী ১ জুন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ইউসিএলের ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদ।
ফাইনালের আগে আজ বৃহস্পতিবার (৩০ মে) স্কোয়াড ঘোষণা করেছে মাদ্রিদ। ২৫ সদস্যের স্কোয়াডে প্রত্যাশিত প্রায় সব তারকাই আছেন। গোলরক্ষক থিবো কর্তোয়ার চোট থাকলেও তিনি আছেন স্কোয়াডে। যদিও, নকআউটে দারুণ করেছেন আন্দ্রে লুনিন। রক্ষণে ভরসার প্রতীক হয়ে থাকা দানি কার্ভাহাল, নাচো ফার্নান্দেজ, রুদিগার, ফারল্যান্ড মেন্দিরাই আছেন।
মাদ্রিদের মধ্যমাঠের দুই অতন্দ্র প্রহরী টনি ক্রুস ও লুকা মদরিচ জুটিতে শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখা যাবে। আগেই জানিয়েছিলেন, ফাইনাল দিয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন ক্রুস। এটিই হতে যাচ্ছে মাদ্রিদের জার্সিতে তার শেষ ম্যাচ।
এদের সঙ্গে আছেন মাদ্রিদের তরুণ তুর্কি জুড বেলিংহাম। পরীক্ষিত সৈনিক লুকাস ভাসকুসেজ, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি আছেন সেমি ফাইনালের নায়ক হোসেলু। কোচ কার্লো আনচেলত্তির অধীনে আরও একটি শিরোপার অপেক্ষায় লা রোজারা।
ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ ডর্টমুন্ড ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে বরুসিয়া ডর্টমুন্ড। সেবার ফাইনালে হার মানে স্বদেশী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে। তারপর এক দশক পার হলেও ফাইনালের মঞ্চে দেখা যায়নি তাদের। এক দশক পর আবারও ফাইনালে উঠেছে দলটি। অপেক্ষা মাদ্রিদকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের। যেটি বেশ কঠিনই বটে। ১৯৯৬-৯৭ মৌসুমে একমাত্র শিরোপা জিতেছিল দলটি।