টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ফিরে পায় সফরকারীরা। টেস্ট সিরিজ শেষ করে ১-১ সমতায়। এরপর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বেশ আত্মবিশ্বাসী থাকলেও হতে হয় হোয়াইটওয়াশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিন ম্যাচের সবকটিতে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টেস্ট ও ওয়ানডের পর এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। ক্ষুদ্র সংস্করণকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না দল। এই সিরিজে নিজেদের ফিরে পাওয়ার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।
এদিকে, লিটন দাসকে অধিনায়ক করে ক্ষুদ্র সংস্করণের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে অন্যতম চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ এই পেসার। দলে নেই তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা। অন্যদিকে, দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী ও নাসুম আহমেদ। চোট কাটিয়ে ফিরেছেন তানজিম সাকিব।
১৬ ডিসেম্বর কিংসটাউনের আর্নোস ভেল মাঠে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।