গুগলে সাড়ে তিন লাখ ইউআরএল মুছে ফেলার আবেদন
ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে বিশ্বের সব প্রান্তের মানুষই ‘গুগল’ করেন। কিন্তু সব ‘সার্চ রেজাল্ট’ নিরাপদ নয় বলে প্রায়ই গুগলের দপ্তরে ইউআরএল মুছে ফেলার আবেদন আসে। গুগলের দ্বিবার্ষিক প্রতিবেদনে এবার তার একটি সংখ্যা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন বলছে, গত দেড় বছরে শুধু ইউরোপের দেশগুলো থেকেই তিন লাখ ৪৮ হাজার ৮৫টি ইউআরএল মুছে ফেলার আবেদন পেয়েছে তারা। আর এসব আবেদন করা হয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি থেকে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
পুরো বিশ্ব থেকে যাচাই-বাছাই করে ১২ লাখ ২৪ হাজার ৯২টি ইউআরএল মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে ঠিক কতগুলো ইউআরএল তারা মুছে ফেলেছে সেই সংখ্যাটা স্পষ্ট করে জানায়নি গুগল। তবে তারা বলছে, তারা যেসব আবেদন পেয়েছে তার মধ্যে ৪২ শতাংশ ইউআরএল স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
কোন কোন সাইটের ইউআরএল মুছে ফেলার আবেদন বেশি এসেছে তার একটি তালিকাও প্রকাশ করেছে গুগল। এই তালিকার শীর্ষে রয়েছে ফেসবুক। এ ছাড়া রয়েছে গুগলেরই অন্যান্য সাইট যেমন ইউটিউব, গুগল প্লাস ইত্যাদির ইউআরএলও সরিয়ে ফেলার আবেদন এসেছে।
গুগলের প্রতিবেদন বলছে, গত দেড় বছরে ফ্রান্স থেকে ৭৩ হাজার ৩৯৯টি, জার্মানি থেকে ৬০ হাজার ১৯৮টি, যুক্তরাজ্য থেকে ৪৩ হাজার ১০১টি, স্পেন থেকে ৩৩ হাজার ১০৬টি এবং ইতালি থেকে ২৬ হাজার ১৮৬টি ইউআরএল মুছে ফেলার আবেদন পেয়েছে তারা।
আর কী ধরনের ইউআরএল মুছে ফেলার আবেদন এসেছে তার কিছু উদাহরণও দিয়েছে গুগল। যেমন : যুক্তরাজ্য থেকে একজন সাংবাদিক চারটি আর্টিকেলের লিংক মুছে ফেলার আবেদন জানিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সেগুলো তিনিই পোস্ট করেছিলেন তবে এগুলো এখন তার জন্য ‘বিব্রতকর’। সেই সাংবাদিকের আবেদন রাখেনি গুগল।
তবে আরেকজনের আবেদন গুগল রেখেছে। যেখানে ওই ব্যক্তি একটি লিংক দিয়ে আবেদন করেছেন, একটি আর্টিকেল মুছে ফেলতে। কারণ সেখানে ওই ব্যক্তিকে ‘সংখ্যালঘু’ বলে আক্রমণ করা হয়েছে।