মাত্র ৫ ডলারে সারা বছর অ্যামাজনের ক্লাউড স্টোরেজ
অনলাইনে প্রয়োজনীয় তথ্য রাখতে অনেকেই স্টোরেজ সমস্যায় ভুগে থাকেন। গুগল ড্রাইভ সে সমস্যার কিছুটা সমাধান দিলেও সেখানেও স্টোরেজের সীমাবদ্ধতা রয়েছে। এবার অ্যামাজন দিয়েছে এর একটি দারুণ সমাধান। সারা বছর মাত্র পাঁচ ডলারের বিনিময়ে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পাওয়া যাবে অ্যামাজনে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
এই আনলিমিটেড স্টোরেজে ব্যবহারকারীরা ফুল রেজ্যুলেশনের ছবি, হাই ডেফিনেশনের ভিডিও রাখতে পারবেন। আর এসব স্টোরেজ ব্যবহার করার জন্য ‘অ্যামাজন ক্লাউড ড্রাইভ’ এবং ‘অ্যামাজন ফটোস’ নামে দুটি মোবাইল অ্যাপ তৈরি করেছে অ্যামাজন। এর মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে সিংক করে ক্লাউড স্টোরেজে ফাইল আপলোড করে রাখা যাবে।
সারা বছর ক্লাউডে আনলিমিটেড স্টোরেজ পাওয়ার জন্য ৫৯.৯৯ মার্কিন ডলার গুনতে হয় ব্যবহারকারীদের। তবে যাঁরা পাঁচ ডলারে প্রথম বছর ব্যবহার করবেন এই স্টোরেজ, তাঁদের পরের বছর থেকে ৫৯.৯৯ ডলারই দিতে হবে স্টোরেজ সুবিধা ব্যবহারের জন্য।
অ্যাপলের আইক্লাউড এবং ড্রপবক্সে ১ টেরাবাইট স্টোরেজের জন্য প্রতি মাসে ৯.৯৯ ডলার দিতে হয় ব্যবহারকারীদের। মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ পেতে প্রতি মাসে ৬.৯৯ ডলার দিতে হয়। তাই ব্যবহারকারীরা অ্যামাজনের এই অফারের সদ্ব্যবহার করবেন- এটা নিশ্চিত করেই বলা যায়।