জোভাগো বাংলাদেশের যাত্রা শুরু
ভ্রমণপিপাসু ও পর্যটকদের জন্য হোটেল বুকিং সেবাকে আরো সহজ করতে গত সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বৈশ্বিক অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইট জোভাগো ডটকম (Jovago.com)।
২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে এটি আফ্রিকার শীর্ষ হোটেল বুকিং সাইটে পরিণত হয়েছে এবং ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের সাইটে প্রায় দুই লাখেরও বেশি গন্তব্যের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এশিয়াজুড়ে অনলাইন হোটেল বুকিং ব্যবসার প্রসারে অগ্রণী ভূমকা পালন করছে জোভাগো। একটি সম্ভাবনাময় বৈশ্বিক পর্যটক কেন্দ্র হিসেবে এ দেশের পর্যটন খাতে সেবা প্রদানের মতো অনেক ক্ষেত্রই রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে যাত্রা উপলক্ষে জোভাগো ডটকম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পল মিডি বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা এশিয়ার বেশ কয়েকটি দেশ সম্পর্কে খোঁজখবর নিয়েছি। এ দুই দেশে এখনো আন্তর্জাতিক কোনো সংস্থা তেমনভাবে কাজ করছে না এবং তাদের স্থায়ী কোনো কার্যক্রম নেই’।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, যা এ দেশে পর্যটনশিল্পের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে। জোভাগো বাংলাদেশের বিজনেস ডেভেলপার সারজিল হান্নান বলেন, ‘বাংলাদেশে পর্যটন শিল্প খাত এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রগতিতে গতি আনবে জোভাগো ডটকম। হোটেল বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ দেশের পর্যটকদের দেশে এবং দেশের বাইরে স্বাচ্ছন্দ্য ও আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানই আমাদের লক্ষ্য।’
জোভাগোর লক্ষ্য হলো আফ্রিকা, বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানের সব হোটেল এমনকি প্রত্যন্ত অঞ্চলের হোটেলগুলোকেও অনলাইন সেবার আওতায় আনা। এ ছাড়া ব্যবসা ও ছুটি কাটানোর জন্য নতুন নতুন গন্তব্যের সন্ধান দেওয়ার পাশাপাশি এশিয়া ও আফ্রিকায় পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের নিশ্চয়তা প্রদান করা।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জোভাগো ডটকম-এর কার্যক্রম। ছবি : সংগৃহীত