ট্রাম্পের বিরুদ্ধে অনলাইন পিটিশনের ওয়েবসাইট অচল
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নানা রকম বিরূপ মন্তব্য করে এখন আলোচনার শীর্ষে।
সাম্প্রদায়িক মন্তব্য করায় যুক্তরাজ্যে তাঁর প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে অনলাইনে একটি পিটিশনে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার। কিন্তু অতিরিক্ত চাপে পিটিশনে ভোট দেওয়ার সরকারি সেই ওয়েবসাইট অচল হয়ে গেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট।
পিটিশন পার্লামেন্ট ডটইউকে ওয়েবসাইটে বুধবার সকালে পিটিশনটি দেওয়ার ২০ মিনিটের মাথায় এক লাখ মানুষ তাতে স্বাক্ষর করেন।
পিটিশনটি ওয়েবসাইটে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এটিতে স্বাক্ষর করেন এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। অর্থাৎ প্রতি সেকেন্ডে পিটিশনটিতে চারজন ভোট দিয়েছেন।
গত সোমবার যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধের দাবি জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্ত থেকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লন্ডনের মেয়র বোরিস জনসন।