মেয়ের সাথে বাবা জাকারবার্গ
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন ছুটিতে আছেন, পিতৃত্বকালীন ছুটি। দুই মাস লম্বা এই ছুটি ভালোই উপভোগ করছেন তিনি। সেটা তার প্রোফাইল দেখলেই বোঝা যায়। মেয়ে ম্যাক্স চ্যান জাকারবার্গকে নিয়েই এখন ব্যস্ত তিনি। একের পর এক ছবি মেয়ের সাথে ফেসবুক প্রোফাইলে পোস্ট করে যাচ্ছেন জাকারবার্গ।
গতকালই মেয়ের ডায়াপার বদল করার ছবি পোস্ট করেছেন তিনি। আর সাথে ক্যাপশন দিয়েছেন, ‘আরেকটা ছবি দিলাম, সামনে আরো হাজার হাজার ছবি আসছে।’
এর আগে মেয়েকে নিয়ে বই পড়ার ছবি পোস্ট করেছিলেন তিনি। ২ ডিসেম্বর মার্ক জাকারবার্গ এবং প্রিসিলা চ্যানের প্রথম সন্তান ম্যাক্স জাকারবার্গ জন্ম নেয়। এর পরই ‘মেয়ের সম্মানে’ জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার অঙ্গীকার করেন জাকারবার্গ।
এখনো মেয়েকে নিয়েই ব্যস্ত আছেন তিনি। সহসাই জাকারবার্গকে ফেসবুকের অফিসে দেখা যাচ্ছে না।